Thank you for trying Sticky AMP!!

নতুন শিক্ষার্থীদের বরণ করে নিল ইউডা

ইউডা বিশ্ববিদ্যালয়ের ‘ফল সেমিস্টার ২০১৯’ ব্যাচের নতুন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। ইউডা মিলনায়তন, ধানমন্ডি ক্যাম্পাস, ঢাকা, ১৪ সেপ্টেম্বর। ছবি: এস এম রিয়াদ রহমান

ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা) বিশ্ববিদ্যালয়ের ‘ফল সেমিস্টার ২০১৯’ ব্যাচের নতুন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। গত শনিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর ধানমন্ডি ক্যাম্পাসে ইউডা মিলনায়তনে এই নবীনবরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্নাতক শ্রেণির নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রফিকুল ইসলাম শরীফ বলেন, বিশ্ববিদ্যালয় হলো বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে তৈরি করার জায়গা, নিজেকে জানার জন্য বোঝার জন্য শেখার জন্যই বিশ্ববিদ্যালয়। কেবল একটা গণ্ডির মধ্যে নয়, পুরো বিশ্বকেই জানতে হবে।

রফিকুল ইসলাম বলেন, ‘চার বছর পড়াশোনা শেষে পরিবার ও দেশকে অনেক কিছু দিতে হবে। এ জন্য নিজেকে তৈরি করতে হবে। নিজেকে তৈরি না করলে অন্যদের চেয়ে পিছিয়ে পড়বে। আর বিশ্ববিদ্যালয় হলো তোমার নিজের স্বপ্নকে বাস্তবায়ন করার জায়গা।’

ইউডার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যাপক মুজিব খান বলেন, জীবনকে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করার স্থান হলো বিশ্ববিদ্যালয়। তিনি বলেন, ‘ইউডাতে আন্তর্জাতিক মান অনুসরণ করে কারিকুলাম তৈরি করা হয়, যার ফলে আমাদের অনেক ছাত্র বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় হার্ভার্ড, অক্সফোর্ডসহ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, চীন, জাপান এবং ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ইউডার ছাত্ররা সম্মানের সঙ্গে কাজ করে যাচ্ছে। এর মূল কারণ হচ্ছে, সীমিত ব্যয়ে তাদের এই প্রত্যাশার পাশে আমরা দাঁড়াই বলেই তারা সামনের দিকে এগিয়ে যায়।’

মুজিব খান বলেন, ‘তোমাদের কোনো রকম ভয়-সংকোচ এবং কোনো বিভ্রান্তি যেন কাজ না করে, তার জন্য সাহস রাখতে হবে। দেশ যে অবস্থায় থাকুক না কেন, ইউডা ঠিকই তার আদর্শগত অবস্থান ঠিক রেখে তোমাদের নিয়ে এগিয়ে যাবে এবং তোমরা এ ক্ষেত্রে সব সময় আশাবাদী থাকবে, শক্ত থাকবে। আমাদের শিক্ষকেরা ছাত্রদের পেছনে সঙ্গে থেকে শিক্ষা দেন।’

ইউডার ডেপুটি রেজিস্ট্রার সহযোগী অধ্যাপক মো. হায়দার ফারুকের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সহ–উপাচার্য অধ্যাপক আহমাদুল্লাহ মিয়া, রেজিস্ট্রার অধ্যাপক ইফফাত কায়েস চৌধুরী, লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক রহমত উল্লাহ।