Thank you for trying Sticky AMP!!

নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মাইনী নদীতে গোসল করতে নেমে এক স্কুলছাত্র নিখোঁজ রয়েছে। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে, স্কুলছাত্রকে উদ্ধারের জন্য ডুবুরি দল রওনা হয়েছে।

নিখোঁজ স্কুলছাত্রের নাম আবদুল হালিম (১৩)। সে উপজেলার মধ্য বেতছড়ির গোরস্থানপাড়ার জবেদ আলী ছেলে। সে অনাথ আশ্রম আবাসিক উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে আবদুল হালিম প্রাইভেট পড়ে এসে চার সহপাঠীর সঙ্গে মধ্য বোয়ালখালী এলাকায় মাইনী নদীতে গোসল করতে নামে। ওই সময় সে গভীর পানিতে তলিয়ে যায়। স্থানীয় লোকজন নদীতে জাল ফেলেও স্কুলছাত্রের কোনো সন্ধান পায়নি।

দীঘিনালা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, ‘মাইনী নদীতে স্কুলছাত্র নিখোঁজ হওয়ার ঘটনা শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্কুলছাত্রকে উদ্ধার করার জন্য ফায়ার সার্ভিসের রাঙামাটি আঞ্চলিক কার্যালয়ের সহায়তা চাওয়া হয়েছে। সেখান থেকে একটি দল উদ্ধারকাজের জন্য রওনা হয়েছে।’