Thank you for trying Sticky AMP!!

নদীতে নিখোঁজ এক শিক্ষার্থীর লাশ উদ্ধার

ঢাকার অদূরে সাভারে নদীতে নিখোঁজ তিন শিক্ষার্থীর মধ্যে আকাশ নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার বেলা পৌনে ১১টার দিকে ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে ভাসমান অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে উদ্ধারকারী দল।

গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সাভারের ব্যাংক কলোনি এলাকায় ধলেশ্বরী নদীর শাখায় গোসল করতে নেমে নিখোঁজ হয় রাজধানীর ধানমন্ডির আইডিয়াল কলেজের একাদশ শ্রেণির তিন শিক্ষার্থী। আজ রোববার সকাল সাতটা থেকে তাঁদের সন্ধানে ফের উদ্ধার অভিযান শুরু হয়।

উদ্ধারকারী দলের নেতৃত্বে থাকা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ঢাকা ৪ জোন কমান্ডার আনোয়ারুল হক প্রথম আলোকে জানান, ঘটনাস্থল থেকে এক কিলোমিটার ভাটির দিকে রাজাঘাট এলাকায় ভাসমান অবস্থায় এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। পরিবার লাশটি আকাশের বলে শনাক্ত করে। আকাশের বাড়ি সাভারের ব্যাংক কলোনি এলাকায়।

এখনো নিখোঁজ রয়েছে ঢাকার আগারগাঁওয়ে ষাট ফুট এলাকার মেহেদি ও তালতলার রাজন।

আজ সকালে ১২ সদস্যের উদ্ধারকারী দল দুটি ট্রলারে করে অভিযান শুরু করে।

ধানমন্ডির আইডিয়াল কলেজের ১২ জন ছাত্র দেরি করায় গতকাল সকালে কলেজে ঢুকতে পারেনি। পরে সাভারের আকাশ তাঁর এলাকায় বেড়াতে যাওয়ার প্রস্তাব দেয় বন্ধুদের। অভিভাবকদের অজান্তে ১২ জন সকাল সাড়ে ১০টার দিকে সাভারে আসে। ১২ জনের মধ্যে ১১ জন নদীতে প্রায় পৌনে এক ঘণ্টা গোসল করে। ওই সময় স্রোতের টানে পাঁচজন ভেসে যায়। অন্য ছয়জন কোনো রকমে পারে উঠতে পারে। স্থানীয় লোকজন পাঁচজনের মধ্যে দুজনকে উদ্ধার করতে পারে।