Thank you for trying Sticky AMP!!

নবম জাতীয় কাব ক্যাম্পুরি শুরু হচ্ছে কাল

কাব স্কাউটদের মিলনমেলা ‘নবম জাতীয় কাব ক্যাম্পুরি ২০ জানুয়ারি গাজীপুরের মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হবে। ছবি: সংগৃহীত

কাব স্কাউটদের মিলনমেলা ‘নবম জাতীয় কাব ক্যাম্পুরি ২০২০’ আগামীকাল সোমবার (২০ জানুয়ারি) গাজীপুরের মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হতে যাচ্ছে। পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ অনুষ্ঠানে ‘ব্যক্তিগত ও সামাজিক পরিচ্ছন্নতা’ পার্টনার হিসেবে অংশ নিচ্ছে ‘ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ’।

বাংলাদেশ স্কাউটসের আয়োজন ও ব্যবস্থাপনায় অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ও চিফ স্কাউট মো. আবদুল হামিদ।

দেশের সব উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের নৌ, এয়ার ও রেলওয়ে স্কাউটস ইউনিটের প্রায় ৯ হাজার কাব স্কাউট এবারের ক্যাম্পুরিতে অংশ নেবে। প্রতি ইউনিটে থাকবে ৬ জন কাব স্কাউট ও ১ জন করে ইউনিট লিডার। এতে অংশগ্রহণের মাধ্যমে কাব স্কাউটরা প্রতিভা বিকাশের পাশাপাশি বিভিন্ন অজানা বিষয়ে হাতে-কলমে জ্ঞান লাভ করবে।

দেশকে রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ দেশ উপহার দেওয়ার লক্ষ্যে দেশের সূর্যসন্তানদের নিয়ে ‘পরিচ্ছন্নতার যুদ্ধ’ ক্যাম্পেইন শুরু করেছিল ‘ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ’। এরই ধারাবাহিকতায় ক্যাম্পুরির পরিচ্ছন্নতা নিশ্চিত করবে ‘ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ’।

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের নৌ, এয়ার ও রেলওয়ে স্কাউটস ইউনিটের প্রায় ৯ হাজার কাব স্কাউট এবারের ক্যাম্পুরিতে অংশ নেবে। ছবি: সংগৃহীত



এরই অংশ হিসেবে ‘ব্যক্তিগত ও সামাজিক পরিচ্ছন্নতা’ বিষয়ক বার্তা বোর্ড স্থাপন, এ বিষয়ক অডিও বার্তা প্রচার ও ক্যাম্পুরি এলাকায় স্থাপিত টয়লেটগুলো পরিচ্ছন্ন রাখার জন্য ‘বাংলাদেশ স্কাউটস’ এবং ‘ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ’-এর যৌথ উদ্যোগে একটি মনিটরিং দল গঠন করা হবে। এ দলের নেতৃত্ব দেবেন বাংলাদেশ স্কাউটসের সভাপতি মো. আবুল কালাম আজাদ।

এ ছাড়া ‘পরিচ্ছন্ন বাংলাদেশ, হেলথ অ্যান্ড হাইজিন’ সচেতনতা বিষয়ে সাসটেইনবল ডেভেলপমেন্ট ভিলেজ (এসডিভি) এ ‘ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ’-এর একটি স্টল থাকবে। এ স্টলে কাবদের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সঠিকভাবে হাত ধোয়া এবং টয়লেট ব্যবহারের ধারণা দেওয়া হবে। তাদের মনোযোগ আকৃষ্ট করার জন্য স্টলে শিশুদের উপযোগী হাইজিন কুইজ প্রতিযোগিতাসহ অন্যান্য কার্যক্রম পরিচালনা হবে। বিজ্ঞপ্তি