Thank you for trying Sticky AMP!!

নরসিংদীর 'জঙ্গি আস্তানা'য় অভিযান

নরসিংদীর গাঙপাড় এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছিল পুলিশ। বুধবার সকাল থেকে বাড়ির ভেতর থাকা ‘জঙ্গিদের’ আত্মসমর্পণের অনুরোধ জানাচ্ছিল পুলিশ। ড্রোনে অ্যান্ডোস্কোপিক ক্যামেরা ব্যবহারের মাধ্যমে সন্দেহজনক ফ্ল্যাটের ভেতর পর্যবেক্ষণ করা হচ্ছিল। বাড়ির চারপাশে পুলিশের কর্ডন করে রাখা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। বিকেলে ওই বাড়ি থেকে সন্দেহভাজন দুই নারী জঙ্গি আত্মসমর্পণ করেছেন। ছবিগুলো বুধবারের।

গাঙপাড় এলাকার এই বাড়িতেই অবস্থান নিয়েছিলেন সন্দেহভাজন দুই নারী।
বাড়িতে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ড্রোন ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে বাড়িটি।
আত্মসমর্পণের জন্য বাড়ির বারান্দা দিয়ে হাত দিয়ে ইশারা করেন সন্দেহভাজন নারীরা।
আত্মসমর্পণের পর সন্দেহভাজন দুই নারী জঙ্গিকে নিয়ে যাচ্ছেন পুলিশ সদস্যরা।
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম।