Thank you for trying Sticky AMP!!

নরেন্দ্র মোদির সঙ্গে হাছান মাহমুদের সাক্ষাৎ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের সফররত তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

রাজধানী নয়াদিল্লিতে চলমান রাইসিনা সংলাপে আগত বিশ্বের অন্যান্য দেশের মন্ত্রীদের সঙ্গে গতকাল বুধবার সন্ধ্যায় সাক্ষাৎ করেন নরেন্দ্র মোদি। তথ্যমন্ত্রী হাছান মাহমুদও এ সময় ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাতের আমন্ত্রণ পান।

হাছান মাহমুদের সঙ্গে আলাপকালে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাঁর উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দেওয়ার অনুরোধ জানান।

বিভিন্ন দেশের মন্ত্রীদের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

এদিন দুপুরে বাংলাদেশের তথ্যমন্ত্রী হাছান মাহমুদ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। এর আগে গত মঙ্গলবার ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভাদকারের সঙ্গে সারা ভারতে বাংলাদেশ বেতারের দৈনিক চার ঘণ্টা সম্প্রচার উদ্বোধন করেন এবং বঙ্গবন্ধুর জীবনভিত্তিক চলচ্চিত্র নির্মাণে যৌথ প্রযোজনা চুক্তি স্বাক্ষর প্রত্যক্ষ করেন।

আজ বৃহস্পতিবার হায়দরাবাদে রামুজি ফিল্ম সিটি পরিদর্শন শেষে ১৭ জানুয়ারি তথ্যমন্ত্রী হাছান মাহমুদের দেশে ফেরার কথা রয়েছে। বিজ্ঞপ্তি