Thank you for trying Sticky AMP!!

নাটোরে হয়ে গেল জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ

নাটোরে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন শেষে অতিথিরা মেলার স্টলগুলো পরিদর্শন করেন। ছবি: লেখক

নাটোরে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়েছে। এবারের মেলার প্রতিপাদ্য বিষয় ‘জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি’।

রোববার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম রাব্বি।

নাটোরে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়েছে। ছবি: লেখক

উদ্বোধন শেষে অতিথিরা বিজ্ঞান ও প্রযুক্তি মেলার স্টলগুলো পরিদর্শন করেন। পরে এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, ভাইস চেয়ারম্যান আবদুল্লা আল সাকিব বাকি, সহকারী ভূমি কর্মকর্তা আবু হাসানসহ উপজেলা পর্যায়ের কর্মকর্তারা।

এ সময় বক্তারা অংশগ্রহণকারীদের উদ্ভাবনী শক্তির আরও উৎকর্ষ সাধনের জন্য বেশি বেশি করে কাজ করার আহ্বান জানান। কারণ এই ছোট ছোট উদ্ভাবনটি তাদের বড় কোনো আবিষ্কারের পথ দেখাবে। উল্লেখ্য, মেলায় নাটোর সদর উপজেলার ২২টি শিক্ষাপ্রতিষ্ঠান তাদের স্টলগুলোতে বিজ্ঞানের নিজস্ব উদ্ভাবনী বিষয়গুলো প্রদর্শন করে।