Thank you for trying Sticky AMP!!

নারী দিবসে খানসামায় নারীদের বিনা মূল্যে চোখের চিকিৎসা

দিনাজপুরের খানসামা উপজেলায় প্রায় ১০০ নারীকে বিনা মূল্যে চোখের চিকিৎসা ও চশমা প্রদান করা হয়েছে। ছবি: সংগৃহীত

দিনাজপুরের খানসামা উপজেলায় প্রায় ১০০ নারীকে বিনা মূল্যে চোখের চিকিৎসা ও চশমা প্রদান করা হয়েছে। আন্তর্জাতিক নারী দিবসে আজ রোববার পাকেরহাট ব্র্যাক ভিশন সেন্টারের উদ্যোগে কাতার ক্রিয়েটিভ ভিশন ও অরবিস ইন্টারন্যাশনালের সহযোগিতায় চিকিৎসা নিতে আসা নারীদের বিনা মূল্যে চোখের পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মাঝে প্রয়োজনীয় ওষুধ ও চশমা প্রদান করা হয়।

ব্র্যাক ভিশনের দিনাজপুর জেলা এরিয়া ম্যানেজার মো. রফিকুল ইসলাম জানান, সমাজে অনেক অসহায় লোক টাকার অভাবে ভালোভাবে নিজেদের চিকিৎসা করাতে পারেন না। তারা দিনের পর দিন কষ্ট করে। আমরা চাই না কেউ বিনা চিকিৎসায় অন্ধ হয়ে যাক। তাই আমরা বছরের বিজয় দিবস, স্বাধীনতা দিবস, দৃষ্টি দিবস, নারী দিবস ও শিশু দিবসসহ বিশেষ দিনগুলোতে ব্যাপক প্রচারের মাধ্যমে সম্পূর্ণ বিনা মূল্যে এ চিকিৎসা সেবা প্রদান করছি।

এর আগে সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভায় পাকেরহাট ব্র্যাক ভিশন সেন্টারের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।