Thank you for trying Sticky AMP!!

নিখোঁজদের খোঁজে হাসপাতালে স্বজনেরা

নূর এ আনহা এসেছেন ভাইয়ের খোঁজে। ছবি: শেখ সাবিহা আলম।

বুধবার রাতে রাজধানীর চকবাজার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ হয়েছেন বেশ কজন। নিখোঁজ ব্যক্তিদের খোঁজে ঢাকা মেডিকেলসহ রাজধানীর হাসপাতালগুলোতে ঘুরছেন তাঁদের স্বজনেরা। আগুনের সূত্রপাত হওয়া রাজ্জাক ভবনের সামনে ভব‌নের সাম‌নে তিন‌টি মোটরসাইকেলে ছয়জন ছিল। তাঁদের চারজনের খোঁজ পাওয়া গে‌লেও সিয়াম ও রোহা‌ন নামের দুজনের খোঁজ পাওয়‌া যা‌চ্ছে না। অগ্নিকাণ্ডে নিখোঁজ একজনের বাবা মোহাম্মদ হো‌সেন ঢাকা মে‌ডি‌কে‌লের সাম‌নে ব‌সে কাঁদ‌ছেন।

ওই এলাকার বাসিন্দা মো. মাহিরকে খুঁজে পাচ্ছে না তাঁর পরিবারের লোকজন। ভাইকে খুঁজতে ঢাকা মেডিকেলে ঘুরে বেড়াচ্ছেন বোন নূর এ আনহা। নিখোঁজ রয়েছেন জহির উদ্দিন নামের একজন। জহিরের খোঁজে ঢামেকে এসেছেন তাঁর ভাগনে রিফাত নেওয়াজ। আগুনে জহির উদ্দিনের দোতলা বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। ভাগনে রিফাত জানান জহিরের মুঠোফোন বাজলেও কেউ উত্তর দিচ্ছে না। গিয়াস উদ্দিন নামের একজন এসেছেন তাঁর ভাবির খোঁজে। অগ্নিকাণ্ডের পর ভাবি নিখোঁজ রয়েছেন বলে তিনি জানান। চুরিহাট্টার এক‌টি ফা‌র্মে‌সি‌তে ওষুধ কিন‌তে গি‌য়ে‌ছি‌লেন গিয়াসের ভাবি। ভাই আবদুর রহিমকে খুঁজে পাচ্ছেন না ইসমাইল হোসেন। খেলনার দোকানের মালিক আবদুর রহিম আগুন লাগার সময় দোকান বন্ধ করছিলেন বলে জানান ইসমাইল। ঢাকা মেডিকেলে ছেলের খোঁজে এসেছেন আমজাদ হো‌সেন নামের একজন। ছে‌লে এনামুল হককে খুঁজ‌ছেন স্টেশনারি দোকান ওয়া‌সিফ এন্টারপ্রাইজ‌রে মা‌লিক আমজাদ হোসেন। রায়হান নামের একজন জানিয়েছেন, তাঁর বোন সোনিয়া, দুলাভাই মিঠুসহ ভাগনে শাহিদ ওই পথ দিয়ে রিকশায় করে যাচ্ছিলেন। তাঁদের খুঁজে পাওয়া যাচ্ছে না। আবদুল আজিজ নামের একজন জানান, তাঁর ছেলে ইয়াছিন রনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না।