Thank you for trying Sticky AMP!!

নিজের গাড়িতে আহতদের হাসপাতালে নিলেন ওসি

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রাস্তায় পড়ে থাকা মুমূর্ষু মা-ছেলেসহ তিনজনকে নিজের গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে যান বীরগঞ্জের ওসি সাকিলা পারভীন। বুধবার, ১৩ ফেব্রুয়ারি, দিনাজপুর। ছবি: প্রথম আলো

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রাস্তায় পড়ে থাকা মা-ছেলেসহ তিনজনকে নিজের গাড়িতে করে হাসপাতালে নিয়ে গেলেন বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিলা পারভীন। সেই সঙ্গে আহত ব্যক্তিদের চিকিৎসার যাবতীয় ব্যবস্থাও করেছেন তিনি। দিনাজপুরের কাহারোল উপজেলায় আজ বুধবার এ ঘটনা ঘটে।

সাকিলা পারভীন আহত ব্যক্তিদের নিজের গাড়িতে নিয়ে হাসপাতালে ভর্তি করান। আহত ব্যক্তিরা হলেন কাহারোল উপজেলার ঢিপিগুড়া গ্রামের মো. নজরুল ইসলামের স্ত্রী মোছা. জুলুফা খাতুন (৩৪), একই গ্রামের মো. রেজাউল ইসলামের স্ত্রী মোছা. নাসরিন বেগম (৩০) এবং তাঁর ছেলে মো. নাফিস (২)।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিলা পারভীন প্রথম আলোকে বলেন, আজ দুপুরে মামলাসংক্রান্ত কাজে দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয়ে যাচ্ছিলেন তিনি। ওই সময় কাহারোল উপজেলার দিনাজপুর-পঞ্চগড় সড়কের কান্তা বাণিজ্যিক খামারের সামনে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত তিন যাত্রীকে রাস্তায় পড়ে থাকতে দেখেন তিনি। পরে আহত ব্যক্তিদের গাড়িতে তুলে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান সাকিলা। এ সময় তাৎক্ষণিকভাবে চিকিৎসার প্রয়োজনীয় অর্থ দেওয়া এবং দুর্ঘটনার বিষয়টি আহত ব্যক্তিদের পরিবারকে জানান তিনি।

মেডিকেল কলেজের দায়িত্বরত চিকিৎসকের বরাত দিয়ে সাকিলা পারভীন আরও জানান, আহত ব্যক্তিদের অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। তাঁদের দ্রুত হাসপাতালে না নিয়ে এলে বাঁচিয়ে রাখা সম্ভব হতো না। আহত জুলুফা খাতুনের অস্ত্রোপচার করা হবে, তাঁর বাঁ হাত কেটে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। বাকি দুই যাত্রী চিকিৎসাধীন আছেন। বর্তমানে তাঁরা বিপদমুক্ত।