Thank you for trying Sticky AMP!!

নিজের তৈরি ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল শ্রমিকের

ছবিটি প্রতীকী

বরিশালের গৌরনদী উপজেলায় নিজের তৈরি ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার মাহিলাড়া ইউনিয়নের পশ্চিম বেজহার গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই শ্রমিকের নাম দুলাল সরদার (৫০)। তিনি বেজহার গ্রামে মৃত আজাহার সরদারের ছেলে। স্থানীয় একটি মাছের ঘেরের কর্মচারী ছিলেন তিনি।

দুলালের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ইঁদুর নিধনের জন্য মাছের ঘেরের চারপাশের সবজিখেতে নিজের তৈরি বৈদ্যুতিক ফাঁদ পাতেন দুলাল। প্রতিদিনের মতো আজ দুপুরে সবজিখেতে পরিচর্যা করতে যান তিনি। নিজের অজান্তে ফাঁদের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন দুলাল। স্থানীয় লোকজন বিষয়টি দেখে তাঁকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দেওয়ান আবদুস সালাম তাঁকে মৃত ঘোষণা করেন।

গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।