Thank you for trying Sticky AMP!!

নির্বাচন মানে অপরাধী মুক্তির দর-কষাকষি নয়: তথ্যমন্ত্রী

হাসানুল হক ইনু। ফাইল ছবি

তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘নির্বাচন অপরাধী মুক্তির দর-কষাকষির বিষয় না। অপরাধীর মুক্তির বিষয় অছিলা করে নির্বাচন বানচালের সব ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে।

আজ সোমবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাসদ কার্যালয়ে জাসদের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাসদ আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে যুদ্ধাপরাধী ও জঙ্গি পৃষ্ঠপোষক বিএনপি-জামায়াতকে রাজনীতি ও নির্বাচনের বাইরে রাখতে হবে।’

হাসানুল হক ইনু সৈয়দ জাফরের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, সৈয়দ জাফর সাজ্জাদ সংগ্রামী, সৎ ও নির্লোভ রাজনৈতিক জীবনের অধিকারী ছিলেন। তিনি সমাজ পরিবর্তনের লক্ষ্যকে জীবনের লক্ষ্য বেছে নিয়েই দল ও রাজনীতিকেন্দ্রিক জীবন যাপন করতেন।

তথ্যমন্ত্রী বলেন, সৈয়দ জাফর সাজ্জাদ মুক্তিযুদ্ধের প্রশ্নে, যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নে আপসহীন ছিলেন বলেই বিএনপি-জামায়াত-যুদ্ধাপরাধীদের ক্ষমতার বাইরে রাখার রাজনৈতিক কৌশল প্রয়োগে অগ্রণী ভূমিকা পালন করেছেন।

জাসদের স্থায়ী কমিটির সদস্য মীর হোসাইন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ স্মরণসভায় জাসদ ও অঙ্গসংগঠনের নেতাদের মধ্যে বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার, কার্যকরী সভাপতি রবিউল আলম, স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রহমান শওকত, নুরুল আখতার, নাদের চৌধুরী, সহসভাপতি শাহ জিকরুল আহমেদ, সফি উদ্দিন মোল্লা, শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, শ্রমিক জোট সাধারণ সম্পাদক নইমুল আহসান, ছাত্রলীগ সভাপতি আহসান হাবীব শামীম প্রমুখ।