Thank you for trying Sticky AMP!!

নিষেধাজ্ঞা সত্ত্বেও জাটকা ধরে সাজা ৮৯ জেলের

নিষেধাজ্ঞা সত্ত্বেও জাটকা ধরার অপরাধে চাঁদপুরে মার্চ মাসে ৮৯ জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। জাটকা নিধন প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে মাছ ধরা নিষিদ্ধ হয়েছে।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল বাকি জানান, মার্চ মাসে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত ৬০ কিলোমিটার এলাকায় ২৩২টি অভিযান চালিয়ে ৮৯ জন জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ জনকে দুই বছর, ৮১ জনকে এক বছর ও ৭ জনকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া ১৮ জন জেলেকে ৯২ হাজার ৫০০ টাকা জরিমানাও করা হয়।