Thank you for trying Sticky AMP!!

নোয়াখালীতে কোভিডে আক্রান্ত আরও ২ জনের মৃত্যু

ছবি রয়টার্স

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত আরও দুজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে আজ বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের কোভিড-১৯ হাসপাতালে মারা গেছেন একজন। আর গতকাল বুধবার রাতে সেনবাগ উপজেলার বালিয়াকান্দি গ্রামে মারা গেছেন আরেকজন।

এ ছাড়া একই সময় জেলায় নতুন করে ৭৩ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসের সংক্রমণে শনাক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৩৪৬। আজ জেলা সিভিল সার্জনের কার্যালয় ও সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এসব তথ্য জানা গেছে।

নোয়াখালী শহরের শহীদ ভুলু স্টেডিয়ামের কোভিড-১৯ হাসপাতালের সমন্বয়ক নিরুপম দাশ প্রথম আলোকে জানান, আজ বেলা দেড়টার দিকে শহরের সোনাপুর এলাকার বাসিন্দা করোনায় আক্রান্ত রফিক উল্যাহকে কোভিড হাসপাতালে নিয়ে আসেন তাঁর স্বজনেরা। তখন তাঁর রক্তে অক্সিজেনের মাত্রা ছিল ৪০ শতাংশ; যা স্বাভাবিকভাবে থাকার কথা ৯৭-৯৮ শতাংশ। রোগীকে সর্বোচ্চ চিকিৎসাসেবা দিয়েও তাঁর অবস্থার উন্নতি ঘটানো যায়নি। বেলা সাড়ে তিনটার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এই চিকিৎসক আরও জানান, গত সোমবার রফিক উল্যাহর নমুনা সংগ্রহ করা হয়েছিল। গতকাল তাঁর করোনা পজিটিভ ফল পাওয়া যায়।

অপর দিকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও করোনার ফোকাল পারসন নির্ণয় পাল প্রথম আলোকে জানান, উপজেলার বীজবাগ ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের বাসিন্দা নুর মোহাম্মদ ছিদ্দিকী (৪৫) ঢাকায় কোভিডে আক্রান্ত হন। সেখানে নমুনা দেওয়ার পর তিনি গ্রামের বাড়িতে ফিরে আসেন। গতকাল রাতে বাড়িতে তাঁর মৃত্যু হয়েছে।