Thank you for trying Sticky AMP!!

নোয়াখালীতে পচা মাংস বিক্রির অভিযোগে দুজনের কারাদণ্ড

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় রাসায়নিক পদার্থমিশ্রিত পচা গরুর মাংস বিক্রির সময় দুজনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার বেলা একটার দিকে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের পৃথক মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তফা জাবেদ কায়সারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। আটক দুই ব্যক্তির নাম জাহাঙ্গীর (৩৩) ও জামাল হোসেন (৪৫)। অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে ১৪০ কেজি পচা মাংস জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে উপজেলার জমিদারহাট কাঁচাবাজারে ‘বাদশার মাংস ঘর’ নামের একটি দোকানে অভিযান চালানো হয়। এ সময় ভারত থেকে সাত দিন আগে আসা ১৪০ কেজি পচা মাংস জব্দ করে দুজনকে আটক করা হয়। পরে জাহাঙ্গীরকে ৬ মাস ও জামালকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তফা জাবেদ কায়সার প্রথম আলোকে বলেন, রাসায়নিক মেশানো এসব মাংস মানুষের জন্য ক্ষতিকর। জব্দ করা মাংসগুলো ভারত থেকে চট্টগ্রাম হয়ে নোয়াখালী আনা হয়েছে বলে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন।