Thank you for trying Sticky AMP!!

নৌকাবাইচের মজা

>

সিলেট সদরের কান্দিগাঁও ইউনিয়ন এলাকাবাসীর আয়োজনে বাদাঘাট এলাকার চেঙ্গেরখলা নদে রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সিলেটের বিভিন্ন উপজেলা থেকে নানান রঙের নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়। বর্ষার মাঝামাঝি সময় থেকে শরত পর্যন্ত সিলেটের বিভিন্ন নদ-নদী ও হাওরে নৌকাবাইচ হয়।

নৌকাবাইচ শুরুর আগে ঝালিয়ে নেওয়া।
প্রতিযোগিতার শুরু।
আগে যাওয়ার চেষ্টা।
উৎসাহ বাড়াতে নৌকাবাইচের সঙ্গে গানও হয়।
দ্রুতগতিতে এগিয়ে চলা।
তালে তাল মিলিয়ে নৌকা চালানো।
এই নৌকাটিই সামনের সারিতে।
স্বচ্ছ আকাশের নিচে নৌকা ভাসিয়েছেন তাঁরা।
নৌকায় চড়ে নৌকাবাইচ উপভোগ।