Thank you for trying Sticky AMP!!

পকেটে সাবানের মোড়কে ইয়াবা, আসামি রিমান্ডে

ইয়াবা বড়ি। ফাইল ছবি

রাজধানীর মুগদা থানার এক মাদক মামলায় জুলফিকার আলী নামের এক ব্যক্তিকে দুই দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ রোববার এ আদেশ দেন।

জুলফিকারের গ্রামের বাড়ি বগুড়ার কাহালো থানার পিলকুঞ্জি চকপাড়া গ্রামে। তাঁকে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছিল।

মামলার তদন্ত কর্মকর্তা মুগদা থানার উপপরিদর্শক (এসআই) ফয়সাল মুন্সি আদালতকে প্রতিবেদন দিয়ে বলেন, মুগদা থানার এসআই আকরামুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, গতকাল শনিবার রাত সাড়ে সাতটার সময় মানিকনগর এলাকার এক ব্যক্তি ইয়াবা নিয়ে মিরপুরের দিকে যাবে। তখন পুলিশ অভিযান চালিয়ে মানিকনগরের গোপীবাগের শাওন অটোপার্টসের দোকানের সামনে থেকে আসামি জুলফিকারকে আটক করে। তাঁর প্যান্টের পকেট তল্লাশি করে সাবানের মোড়কের ভেতরে ১৮০০টি ইয়াবা বড়ি পাওয়া যায়। খোঁজ নিয়ে জানা যায়, আসামি জুলফিকার দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে ইয়াবা এনে মুগদা থানা এলাকায় বিক্রি করে আসছিলেন।