Thank you for trying Sticky AMP!!

পটিয়ায় ৪ চিকিৎসকসহ আরও ২২ জনের করোনা শনাক্ত

প্রতীকী ছবি

চট্টগ্রামের পটিয়ায় ৪ চিকিৎসকসহ গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে আজ শনিবার পর্যন্ত করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ২৪৭ জনে। সুস্থ হয়েছেন ১৭০ জন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) রাজিব দে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
নতুন শনাক্তদের মধ্যে রয়েছেন পটিয়ার প্রবীণ চিকিৎসক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিন চিকিৎসক, এক পুলিশ, তিন আনসার সদস্য ও দুই এনজিওর কর্মী।
আরএমও রাজিব দে বলেন, প্রাপ্ত ফলাফলের মধ্যে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে আজ দুপুরে ৭ জুন পাঠানো ২৬ জনের নমুনা প্রতিবেদনে ৮ জন শনাক্ত হয়। গত বৃহস্পতিবার রাতে আসে ৬ দিনে (১৩ থেকে ১৮ জুন) পাঠানো ১২০ জনের নমুনা থেকে ৬০ জনের প্রতিবেদন। সেখানে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
রাজিব দে বলেন, পটিয়া উপজেলায় গত ২ এপ্রিল থেকে ১৯ জুন পর্যন্ত ৭৮৫টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে এ পর্যন্ত ৬৭০টি প্রতিবেদন পাওয়া গেছে। বাকি রয়েছে ১১৫ জনের।
রাজিব দে বলেন, পটিয়ায় ঈদের পর থেকে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে। তবে সুস্থতার হারও বাড়ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ১১ জন। এ পর্যন্ত মারা গেছেন পাঁচজন।