Thank you for trying Sticky AMP!!

পটুয়াখালীতে আরও ২৬ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাস। ছবি: রয়টার্স

পটুয়াখালীতে আরও ২৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়াল ৩১৬ জনে।

ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে পাঠানো নমুনা পরীক্ষার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। গতকাল শুক্রবার রাতে পটুয়াখালীর স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করে।

পটুয়াখালীর জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানায়, এখন পর্যন্ত ৬০ জন কোভিড–১৯ রোগী সুস্থ হয়েছেন। আর মারা গেছেন ১৬ জন।

পটুয়াখালীর জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী বলেন, আজ শনিবার পর্যন্ত জেলায় ৩১৬ জন কোভিড–১৯ রোগী শনাক্ত হয়েছে। কোভিড-১৯ রোগীর চিকিৎসার জন্য জেলায় ১১০টি শয্যা প্রস্তত রাখা হয়েছে। চিকিৎসক প্রস্তুত আছেন ৬৪ জন এবং নার্স আছেন ৭৭ জন।