Thank you for trying Sticky AMP!!

পটুয়াখালীতে ডাচ্-বাংলা ব্যাংকের সার্ভারকক্ষে অগ্নিকাণ্ড

পটুয়াখালী শহরের আদালতপাড়া এলাকায় ডাচ্‌-বাংলা ব্যাংকের সার্ভারকক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুরে ব্যাংকভবনের তৃতীয় তলায় ব্যাংকটির সার্ভারকক্ষ আগুনে লাগলে বেশ ক্ষতি হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পটুয়াখালী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. ফিরোজ আহম্মেদ জানান, বেলা ১টা ৪২ মিনিটে মুঠোফোনে ডাচ্‌-বাংলা ব্যাংকে আগুন লাগার খবর আসে। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। এ সময় ব্যাংকভবন প্রচণ্ড ধোঁয়ার ভরে যায়। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও সার্ভারকক্ষের এসি, কম্পিউটারসহ বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে গেছে।

ব্যাংকের ব্যবস্থাপক মো. সাইদুর রহমান জানান, সার্ভারকক্ষে ব্যাটারি বা চার্জার–জাতীয় যন্ত্রাংশ থেকে আগুনের সূত্রপাত ঘটে। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসে খবর পাঠানো হয়। তাৎক্ষণিক তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাণহানি বা বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সার্ভারকক্ষের সব ডিভাইস অক্ষত আছে। শুধু এসি, ব্যাটারি-চার্জারসহ কিছু যন্ত্রাংশের ক্ষতি হয়েছে।