Thank you for trying Sticky AMP!!

পতাকার কারখানায় ব্যস্ততা

চার বছর পর আবার ফিরে এসেছে ফুটবলের সবচেয়ে বড় আয়োজন—ফুটবল বিশ্বকাপ। আগামী ১৪ জুন থেকে রাশিয়ায় শুরু হবে এ মহাযজ্ঞ। প্রায় এক মাস ফুটবলে বুঁদ হয়ে থাকবে দুনিয়ার ফুটবলপ্রেমী। এর একটি অর্থনৈতিক দিকও রয়েছে। খেলাকে কেন্দ্র করে তৈরি করা হয় নানা পণ্য, সেগুলো সংগ্রহ করেন বিশ্ববাসী। ফুটবল বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশেরও প্রস্তুতি কম নয়। একদিকে বিভিন্ন ফুটবলপণ্য আমদানি হচ্ছে, অন্যদিকে সারা দেশে বিভিন্ন কারখানায় তৈরি হচ্ছে নানা আকর্ষণীয় পণ্য। পণ্যগুলোর মধ্যে অন্যতম পতাকা। ঢাকাসহ বিভিন্ন এলাকার কারখানায় তৈরি হচ্ছে এসব পতাকা। ছবিগুলো মঙ্গলবার ঢাকার কমদতলীর মেরাজনগরের কয়েকটি কারখানা থেকে ক্যামেরাবন্দী করা।

দিনরাত পতাকা তৈরি হচ্ছে কারখানাগুলোতে। বনেদি ফুটবল দলগুলোর পতাকার চাহিদাই বেশি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
তৈরি হচ্ছে জার্মানির পতাকা।
আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা প্রিন্ট করা হচ্ছে।
আর্জেন্টিনার পতাকা প্রিন্ট করা হচ্ছে।
স্পেনের পতাকারও চাহিদা রয়েছে।
এসব কারখানা থেকে পতাকা যায় অন্যান্য জেলায়।
ছোট ছোট পতাকার চাহিদা থাকে বছরজুড়েই।