Thank you for trying Sticky AMP!!

পদত্যাগপত্র জমা দিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী

নুরুল ইসলাম

পদত্যাগপত্র জমা দিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম। আজ মঙ্গলবার সন্ধ্যায় তিনি মন্ত্রী পরিষদ বিভাগে তাঁর পদত্যাগপত্র জমা দেন। মন্ত্রীর কার্যালয়ের দায়িত্বশীল একজন প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে আজ দুপুরে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার টেকনোক্র্যাট মন্ত্রীকে পদত্যাগের নির্দেশ দেন। ওই নির্দেশে বলা হয়, সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর তাঁদের পদত্যাগ করতে হবে।

নুরুল ইসলাম ছাড়া বাকি তিন টেকনোক্র্যাট মন্ত্রী হলেন, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার ও ধর্মমন্ত্রী মতিউর রহমান।

সুপ্রিম কোর্টের রায়ের আলোকে অনির্বাচিত (টেকনোক্র্যাট) মন্ত্রীদের পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ৮ নভেম্বর ঘোষণার কথা রয়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।