Thank you for trying Sticky AMP!!

পরীক্ষা দেওয়া হলো না ছোট্ট ইসমাইলের

প্রতীকী ছবি

পরীক্ষা দিতে বাড়ি থেকে নৌকায় করে স্কুলে যাচ্ছিল ইসমাইল আলী। কিন্তু পরীক্ষা আর দেওয়া হয়নি তার। নৌকা থেকে পড়ে গিয়ে পানিতে তলিয়ে মৃত্যু হয়েছে ইসমাইলের। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় আজ শনিবার এ দুর্ঘটনা ঘটে।

স্কুলছাত্র ইসমাইল উপজেলার সাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। গণিত পরীক্ষা দিতে আজ নৌকায় করে স্কুলে যাচ্ছিল সে। কিন্তু দুর্ঘটনাবশত নলুয়ার হাওরে পড়ে যায় সে। অনেক খোঁজাখুঁজির পর শিশুটির লাশ উদ্ধার করা হয়।

ইসমাইলের বাবা ছানু মিয়া বলেন, ‘আমি দিনমজুর মানুষ, সকালে উঠে কাজের সন্ধানে চলে যাই। পড়ালেখার প্রতি আগ্রহের কারণে নিজেই নৌকা নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছিল। নৌকা থেকে পড়ে গিয়ে আমার ছেলেটি তলিয়ে গেছে। ওর আর পরীক্ষা দেওয়া হলো না।’

সাতা গ্রামের বাসিন্দা লায়েক আহমদ বলেন, বন্যার কারণে এলাকার সড়কগুলো পানিতে তলিয়ে গেছে। তাই ঝুঁকি নিয়ে নৌকায় করে এলাকার শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত করতে হয়।

জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ইয়াসির আরাফাত প্রথম আলোকে বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইসমাইলের পরিবারকে ২০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।