Thank you for trying Sticky AMP!!

পল্টনে ডিআর টাওয়ারের আগুন নিভেছে

বৃহস্পতিবার দুপুরে পল্টনের বক্স কালভার্ট রোডের ডিআর টাওয়ার নামের ভবনে আগুন লাগে। ছবি: সংগৃহীত

রাজধানীর পল্টন এলাকার একটি বহুতল ভবনে লাগা আগুন নেভানো হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে পল্টনের বক্স কালভার্ট রোডের ডিআর টাওয়ার নামে এই ভবনে আগুন লাগে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করে। বেলা ৩টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আবদুস সামাদ প্রথম আলোকে বলেন, আজ বেলা ২টা ৫০ মিনিটে ডিআর টাওয়ারে আগুন লাগার খবর পান তাঁরা। ভবনটি ১৯ তলা।

প্রাথমিকভাবে প্রত্যক্ষদর্শীরা জানান, বহুতল এই ভবনের ১২ তলায় আগুন লাগে। আগুন নেভাতে তাঁদের ৮টি ইউনিট কাজ করে।

জানা গেছে, ভবনটিতে ইসলামী ইনস্যুরেন্সের প্রধান কার্যালয়সহ বেশ কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে। এই প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইসলাম সেকান্দার ডিপেল প্রথম আলোকে বলেন, ১২ তলায় (লিফটের ১১ তম ফ্লোর) আগুন লাগে। এই ফ্লোরে তাঁদের প্রায় এক শ কর্মকর্তা-কর্মচারী অবস্থান করছিলেন। তবে আগুন লাগার খবর পেয়ে তাঁরা সবাই নিচে নেমে যান। ভবনের স্টোররুম থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। কেউ হতাহত হয়নি।