Thank you for trying Sticky AMP!!

পাঁচ উপজেলার নির্বাচন স্থগিত

নির্বাচন কমিশন ভবন

চতুর্থ ধাপের পাঁচ উপজেলার নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি এই সিদ্ধান্ত নেয়।

ওই পাঁচ উপজেলা হলো—ময়মনসিংহের ত্রিশাল, পিরোজপুরের মঠবাড়িয়া, কুমিল্লার বরুড়া, ফেনীর ছাগলনাইয়া ও খুলনার ডুমুরিয়া। ভোটগ্রহণের অনুকূল পরিবেশ না থাকায় ইসি মঠবাড়িয়ার নির্বাচন স্থগিত করেছে। বাকি চার উপজেলার নির্বাচন আদালতের নির্দেশ স্থগিত করা হয়েছে।

ইসি সচিবালয়ের উপসচিব আতিয়ার রহমান প্রথম আলোকে এই তথ্য জানান। 

ইসি সচিবালয় সূত্র জানায়, প্রথম ধাপে স্থগিত হয়ে যাওয়া কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নির্বাচন ৩১ মার্চ অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে ওই দিন ১২৩ উপজেলায় ভোটগ্রহণ করা হবে।