Thank you for trying Sticky AMP!!

পাটগ্রামে উদ্ধার হওয়া অজগরটি হাতীবান্ধার শালবনে অবমুক্ত

ভুট্টাখেত থেকে প্রায় আট ফুট লম্বা একটি অজগর সাপ আটক করেন এক কৃষক। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িরবাড়ি গ্রামে

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার একটি ভুট্টাখেত থেকে আটক করা প্রায় আট ফুট লম্বা অজগর সাপটি একটি সংরক্ষিত শালবনে অবমুক্ত করা হয়েছে। গতকাল রোববার রাতে পাশের হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়নের নওদাবাস গ্রামে ইকোট্যুরিজম শালবনে অজগরটি অবমুক্ত করা হয়।

এর আগে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের সীমান্তঘেঁষা বুড়িরবাড়ি গ্রামের একটি ভুট্টাখেত থেকে অজগরটি আটক করা হয়।

Also Read: পাটগ্রামে ৮ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বুড়িরবাড়ি গ্রামের ওই ভুট্টাখেতের আইলের জালে আটকা পড়ে প্রায় আট ফুট লম্বা ও ছয় কেজি ওজনের অজগর সাপটি। পরে কৃষক লুতু মিয়া ওই অজগরটিকে দেখতে পেয়ে সেটিকে ধরে বাড়িতে এনে একটি লোহার খাঁচায় আটকে রাখেন। এরপর অজগর সাপ আটকের খবর মুহূর্তেই গ্রামের মধ্যে ছড়িয়ে পড়লে শত শত লোক জড়ো হয় লুতু মিয়ার বাড়িতে। পরে লোকজন স্থানীয় উপজেলা ও থানা-পুলিশ প্রশাসনে খবর দেন।

গ্রামবাসী জানান, কাছাকাছি ভারতীয় সীমান্ত। অজগরটি হয়তো ভারতের কোনো জঙ্গল থেকে খাবারে জন্য এসেছে এ এলাকায়। জমির আইলে জাল থাকায় সেটি আটকে যায়।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, অজগরটি রোববার উদ্ধার করে বন বিভাগের রংপুর রেঞ্জের কাছে হস্তান্তর করা হয়। পরে বন বিভাগ ওই দিন রাতেই সাপটিকে হাতীবান্ধা উপজেলার ইকোট্যুরিজম শালবনে অবমুক্ত করে।