Thank you for trying Sticky AMP!!

পাঠদানের সময় খসে পড়ল শ্রেণিকক্ষের পলেস্তারা

বরিশাল নগরের একটি বিদ্যালয়ে পাঠদান চলাকালে শ্রেণিকক্ষের পলেস্তারা খসে পড়েছে। এতে ৪ শিক্ষার্থী আহত হওয়ার অভিযোগ উঠেছে। তবে আহত হওয়ার বিষয়টি অস্বীকার করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল নগরের উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীদের দাবি, এ ঘটনায় বিদ্যালয়ের নেপচুন শাখার অষ্টম শ্রেণির শিক্ষার্থী অর্ক, সিয়াম, মোরসালিন ও তুর্য আহত হয়েছে। আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়েছে।

আহত শিক্ষার্থীরা বলে, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে টিফিনের আগে ভবনের দ্বিতীয় তলায় অঙ্কনের (ড্রয়িং) ক্লাস নিচ্ছিলেন এক শিক্ষক। এ সময় হঠাৎ শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খসে শিক্ষার্থীদের ওপর পড়ে। এতে চার শিক্ষার্থী সামান্য আহত হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী এবং তাদের অভিভাবকেরা বলেন, দীর্ঘদিন হলো বিদ্যালয়ের বিভিন্ন পাঠদান কক্ষের ছাদে বড় বড় ফাটল দেখা দিয়েছে। এতে শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করলেও ক্ষতিগ্রস্ত ভবন সংস্কারের কোনো উদ্যোগ নিচ্ছে না কর্তৃপক্ষ।

উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ব্রাদার প্রভাত বলেন, সকালে অষ্টম শ্রেণির কক্ষে পলেস্তারা খসে পড়েছে, এটা সঠিক। তবে এই ঘটনায় কোনো শিক্ষার্থী আহত হয়নি। ঘটনার পরপরই তাঁরা শিক্ষার্থীদের অন্যত্র সরিয়ে নিয়েছেন।