Thank you for trying Sticky AMP!!

পানিবন্দী মানুষ

পদ্মার পানি বাড়ায় তলিয়ে গেছে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বিভিন্ন এলাকা। উপজেলার অনেক এলাকায় পানি কমলেও কান্দিরপাড়া এলাকার মানুষের দুর্ভোগ কমেনি। তাদের বাড়ির উঠানে এখনো কোমরপানি। কয়েকটি পরিবার ছাড়া বাকি সবাই নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন।

দক্ষিণ ও উত্তর কান্দিরপাড়ার অনেকেই আশ্রয় নিয়েছেন যশলদিয়া পদ্মা সেতু প্রাথমিক বিদ্যালয়ে। যাঁরা নিজেদের বাড়িতে আছেন তাঁদের এক ঘর থেকে আরেক ঘরে যেতে নৌকা ব্যবহার করতে হয়। ছবিগুলো রোববার দুপুরের।

উত্তর কান্দিরপাড়া এলাকার পানি এখনো নামেনি।
ঘর থেকে বের হতে বাসিন্দাদের নৌকা ব্যবহার করতে হয়।
জনশূন্য বাড়িগুলোতে বন্যার পানি।
পানিতে ডুবে থাকা নলকূপ থেকে পানি আনা হয়েছে।
ঘরে তালা দিয়ে লোকজন চলে গেছে।
মা–বাবার সঙ্গে যশলদিয়া পদ্মা সেতু প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় হয়েছে ছোট্ট তামিমের।
যশলদিয়া পদ্মা সেতু প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন বন্যাদুর্গত সাজু বেগম।