Thank you for trying Sticky AMP!!

পানির হানা

>বাঙ্গালী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দুই তীরে বন্যা। এতে সবজি আবাদ করা কৃষক পড়েছেন বিপাকে। বগুড়ার শাজাহানপুর উপজেলার শুনিমারা গ্রামের কৃষক আল আমিন ও আলমগীর হোসেন এই ভুক্তভোগীদের একজন। এখানে তাঁদের সেই দুর্বিপাকের কিছু চিত্র।
কোনো খেত পানিতে ভাসছে, আবার কোনো খেতে পানি ঢুকেছে
শ্যালো ইঞ্জিনচালিত মেশিন দিয়ে সেচের মাধ্যমে ফসল রক্ষা করার চেষ্টা চলছে
জমির চারদিকে আইল বেঁধে খেত রক্ষা করার চেষ্টা
কৃষক আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, বানের পানিতে তাঁর সবজিখেতের অনেক ক্ষতি হয়েছে
খেত নষ্ট হওয়ায় লক্ষাধিক টাকা ক্ষতির মুখে কৃষকেরা
সেচা হচ্ছে খেত
কৃষকেরা দুশ্চিন্তায়
এখনো খেতে রয়েছে ফসল