Thank you for trying Sticky AMP!!

পাহাড়ধস, পানি থইথই চট্টগ্রাম

>চট্টগ্রাম নগরে আবাসিক এলাকায় পাহাড়ধস হয়েছে। এতে একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ হতাহত হয়নি। দিনভর বৃষ্টিতে জলাবদ্ধতা হয়েছে নগরে।
বৃষ্টিতে চট্টগ্রামের কুসুমবাগ আবাসিক এলাকায় পাহাড় ধসে পড়ে একটি টিনের ঘরের ওপর। এতে কেউ নিহত হয়নি। তবে ঘরটি থেকে জীবিত দুজনকে উদ্ধার করা হয়।
পাহাড়ধসে ঘরের তছনছ অবস্থা।
ক্ষতিগ্রস্ত ঘর।
পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ঘর।
কাতালগঞ্জ এলাকা ও মূল সড়ক কোমরপানিতে তলিয়ে যায়।
মুরাদপুর এলাকা ও মূল সড়কে কোমরসমান পানি জমে যায়।
এভাবেই ভোগান্তিতে পড়তে হয় মানুষকে।
সড়ক নয়, যেন নদী। সেখানে রিকশা নিয়ে চলার চেষ্টা।