Thank you for trying Sticky AMP!!

পাহাড়ের কোলে

>

সবুজের মায়াজালে ঘেরা এই পাহাড়। মেঘের দল পাহাড়ের গায়ে লুকোচুরি করছে। শরতের আকাশ হয়েছে তারই সঙ্গী। পাহাড়ের গা ঘেঁষে সবুজ আমন ধানের খেত। দূর পাহাড়ের গায়ে ঝরনা। একদিকে বাংলাদেশ অন্য দিকে ভারতের মেঘালয়। পাহাড়ের কোলে সিলেটের জৈন্তাপুর উপজেলার কাঁঠালবাড়ি যেন প্রকৃতির আপন ঠিকানা। নাগরিক জীবনের ব্যস্ততা দূরে ঠেলে আপনিও যেতে পারেন পাহাড়েরর কোলে, প্রকৃতির কাছে…

সবুজের মায়াজালে ঘেরা পাহাড়।
চারদিকে সবুজ। চড়ে বেড়াচ্ছে গরু।
পুরো কাঁঠালবাড়ি গ্রাম কৃষিনির্ভর,আমন রোপণে ব্যস্ত কৃষক।
গাছটি এদেশে। পাহাড়টি ভারতে।
বৃষ্টি হলেই আমজলং খাল যৌবন ফিরে পায়।
পাহাড়ের কোলে সবুজ মাঠে ছাতা হাতে বসে আছেন দুই নারী।
এক বৃদ্ধা এসেছেন বড়শি হাতে মাছ ধরতে।
পানির জগ নিয়ে মাঠে কৃষকের কাছে যাচ্ছেন কিষানি।