Thank you for trying Sticky AMP!!

পাহাড়ে হলুদ চাষ

খাগড়াছড়ি জেলার হলুদের কদর রয়েছে সারা দেশে। সবুজ পাহাড়ে জুম থেকে হলুদ তোলা শুরু হয়েছে। বাজারে কাঁচা হলুদ প্রতি মণ ৪৫০ থেকে ৫০০ টাকা ও শুকনা হলুদ প্রতি মণ ৪ হাজার ৫০০ থেকে ৪ হাজার ৭০০ টাকায় বিক্রি হয়। খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন দুর্গম পাহাড়ে হলুদ সংগ্রহ দেখুন ছবিতে।

হলুদ সংগ্রহ করছেন জুম চাষি।
কাঁচা হলুদ স্তূপ করে রাখা হয়েছে।
বাছাই করছেন পাহাড়ি ত্রিপুরা নারীরা হলুদ বাছাই করছেন।
হলুদে থাকা গাছের শিকড় কাটছেন চাষি।
হলুদ সংগ্রহ করে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে।
আঙিনায় রাখা হয়েছে হলুদ।
শুকাতে হলুদ সিদ্ধ করা হচ্ছে।
ট্রাকে করে দেশের বিভিন্ন স্থানে শুকনো হলুদ নেওয়া হচ্ছে।
বাজারে গুঁড়া হলুদ বিক্রি করছেন নারীরা।