Thank you for trying Sticky AMP!!

পা হারানো রাসেলের ক্ষতিপূরণ প্রশ্নে রায় ১৫ এপ্রিল

রাসেল সরকার। ফাইল ছবি

রাজধানীতে গ্রিন লাইন বাসের চাপায় পা হারানো রাসেল সরকারের ক্ষতিপূরণ প্রশ্নে রুলের শুনানি শেষ হয়েছে। আগামী ১৫ এপ্রিল রায়ের জন্য দিন দিন ঠিক করেছেন হাইকোর্ট।

বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ বৃহস্পতিবার এই দিন ঠিক করেন।


রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার শামসুল হক। গ্রিন লাইন পরিবহনের পক্ষে ছিলেন হারুন উর রশীদ। রাষ্ট্রপক্ষে ছিলেন আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

২০১৮ সালের ২৮ এপ্রিল কেরানীগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে যাত্রাবাড়ীর মেয়র মোহাম্মদ হানিফ উড়ালসড়কে গ্রিন লাইন পরিবহনের বাসের চাপায় পা হারান রাসেল। তাঁর পা হারানোর ঘটনায় কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী উম্মে কুলসুম রিট করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ১৪ মে হাইকোর্ট রুল দেন। রুলে রাসেল সরকারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়।