Thank you for trying Sticky AMP!!

পিডিবির উপপরিচালক রবিউলের বিরুদ্ধে মামলা

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও পাচারের অভিযোগে রংপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) আঞ্চলিক হিসাব দপ্তরের উপপরিচালক মোহাম্মদ রবিউল হোসাইনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর বিরুদ্ধে ৪ কোটি ২২ লাখ টাকা অবৈধভাবে অর্জন ও পাচারের অভিযোগ আনা হয়েছে।

আজ সোমবার দুদকের দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক জাহিদ কালাম মামলাটি করেন। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য মামলার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়, রবিউল ২০১০ সালের মার্চে পিডিবির দিনাজপুর আঞ্চলিক কার্যালয়ে উপপরিচালক হিসেবে যোগ দিয়ে ২০১৫ সালের নভেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন। এ সময়ের মধ্যে তিনি সেখানকার বাংলাদেশ কমার্স ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক ও স্ট্যান্ডার্ড ব্যাংকে ২০টি হিসাব খুলে মেয়াদি আমানতসহ বিভিন্ন হিসাবে মোট ৪ কোটি ২১ লাখ ৯২ হাজার ১৮০ টাকা জমা করেন। পরে সেসব অর্থ অন্যত্র সরিয়ে নেন।