Thank you for trying Sticky AMP!!

পিরোজপুরে গুজব ছড়ানোর অভিযোগে দুই তরুণ আটক

করোনাভাইরাস

পিরোজপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে মো. সোহেল শেখ (১৮) ও আহাদ শেখ (১৮) নামের দুই তরুণকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার পুলিশ (ডিবি)।

আজ রোববার দুপুরে শহরের কৃষ্ণচূড়া মোড় এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটক সোহেল শেখ পিরোজপুর পৌরসভার শেখপাড়া মহল্লার ইসমাইল শেখের ছেলে। তিনি খুলনার হাজী মহসিন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। আটক অপর তরুণ আহাদ শেখ পিরোজপুর পৌরসভার মধ্যরাস্তা মহল্লার নান্নু শেখের ছেলে। তিনি খুলনার বয়রা পাবলিক কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

পুলিশ সূত্রে জানা গেছে, সোহেল শেখ নিজেকে করোনাভাইরাসে আক্রান্ত রোগী পরিচয় দিয়ে গুজব ছড়ানোর উদ্দেশ্যে মিথ্যা তথ্যভিত্তিক একটি ভিডিও তৈরি করেন।

গতকাল শনিবার দুপুরে সোহেল শেখ ও তাঁর বন্ধু আহাদ শেখ ওই ভিডিওটি তাঁদের ফেসবুক আইডি দিয়ে ছড়িয়ে দেন। আজ দুপুরে জেলা ডিবির একটি দল পিরোজপুর শহরের কৃষ্ণচূড়া মোড় এলাকা থেকে তাঁদের আটক করে।

এ বিষয়ে পিরোজপুর জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা প্রক্রিয়াধীন।