Thank you for trying Sticky AMP!!

পুকুরে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

কক্সবাজারের উখিয়া উপজেলায় পুকুরে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত নয়টার দিকে উপজেলার রত্নাপালং ইউনিয়নের চাকবৈঠা গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুরা হলো চাকবৈঠা গ্রামের আবদুল কাদেরের দুই মেয়ে সাফা (৭) ও মারওয়া (৯) এবং আবদুল কাদেরের ভাই আবু ছিদ্দিকের ছেলে ফাহিম (৮)। ওই তিন শিশু চাকবৈঠা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

আবদুল কাদের বলেন, ঈদ উপলক্ষে রাতের বেলায় বাড়িতে অতিথিরা বেড়াতে আসেন। অতিথিদের সঙ্গে আসা শিশুদের নিয়ে বাড়ির মাঠে খেলছিল সাফা, মারওয়া ও ফাহিম। দৌড়াদৌড়ির এক ফাঁকে মারওয়া, সাফা ও ফাহিম মাঠের পাশে পুকুরে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির পর তিন শিশুকে পুকুরে মৃত অবস্থায় পাওয়া যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রত্নাপালং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খায়রুল আলম চৌধুরী বলেন, খেলতে গিয়ে চাকবৈঠা গ্রামের তিন শিশু পুকুরে ডুবে মারা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।