Thank you for trying Sticky AMP!!

পুনর্বাসন ছাড়া উচ্ছেদ না করার দাবি হকারদের

মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাওয়ার সময় কদম ফোয়ারার সামনে পুলিশের বাধার মুখে পড়ে হকার্স ইউনিয়নের নেতা–কর্মীরা। ছবি: আশরাফুল আলম

মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাওয়ার সময় পুলিশের বাধার মুখে পড়েছে বাংলাদেশ হকার্স ইউনিয়নের নেতাকর্মীরা। আজ সোমবার রাজধানীর প্রেসক্লাবের কাছে কদম ফোয়ারার সামনে হকারদের মিছিলটিকে পুলিশ বাধা দেয়। পরে হাইকোর্টের সামনের রাস্তায় সমাবেশ করেন ইউনিয়নের কর্মীরা।

সমাবেশে বিকল্প কর্মসংস্থান বা পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ না করার দাবি জানিয়েছেন বাংলাদেশ হকার্স ইউনিয়নের নেতারা।

ইউনিয়নের সভাপতি আব্দুল হাসেম কবীর ও সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াৎ বলেন, পুলিশ প্রশাসন গত ২২ জানুয়ারি পুলিশ সপ্তাহ পালন করতে গিয়ে হকারদের ফুটপাত ছেড়ে দিতে বলে। পুলিশ সপ্তাহ শেষ হলে হকাররা আবার ফুটপাথে ব্যবসা করতে পারবে বলে জানায়। কিন্তু হকারদের আর ফুটপাথে বসতে দিচ্ছে না পুলিশ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়ে লিখিত বক্তব্যে আরও বলা হয়, রমজান মাস আসন্ন। হকাররা যেন পরিবার নিয়ে খেয়ে পরে বাঁচতে পারেন, ঈদ করতে পারেন, সেই মানবিক দিক বিবেচনা করে বিকল্প কর্মসংস্থানের আগ পর্যন্ত দুপুর ১২ টা থেকে ফুটপাথের এক-তৃতীয়াংশে যেন হকারদের বসতে দেওয়া হয়।