Thank you for trying Sticky AMP!!

পুলিশের গোপন অবস্থান, উত্ত্যক্তকারীর দণ্ড

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় এক উত্ত্যক্তকারীকে হাতেনাতে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।

আজ বুধবার দুপুরে ঘোড়াঘাটের কুমুরিয়ায় এ ঘটনা ঘটে।

দণ্ডিত মোস্তাফিজুর রহমান (২৮) উপজেলার ঘোড়াঘাট গ্রামের বাসিন্দা ও দুই সন্তানের বাবা। তিনি পেশায় সেচকলের সহকারী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি এম এ মমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘ওই ছাত্রীকে দুই মাস ধরে মাদ্রাসায় আসা–যাওয়ার পথে উত্ত্যক্ত করতেন মোস্তাফিজ। এ বিষয়ে সে কয়েক দিন আগে আমার কাছে লিখিত অভিযোগ দেয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ দুপুরে মাদ্রাসায় যাওয়ার পথ কুমুরিয়ায় পুলিশসহ আমি গোপনে অবস্থান নিই। এ সময় ওই ছাত্রীকে উত্ত্যক্ত করা শুরু করলে মোস্তাফিজুরকে আটক করা হয়।’