Thank you for trying Sticky AMP!!

পেকুয়া উপজেলা চেয়ারম্যানের ১৪ বছর কারাদণ্ড

কক্সবাজারের পেকুয়া উপজেলার চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

অস্ত্র মামলায় কক্সবাজারের পেকুয়া উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক খোন্দকার হাসান মোহাম্মদ ফিরোজ আজ বৃহস্পতিবার এ রায় দেন।

জাহাঙ্গীর আলম পেকুয়া উপজেলা যুবলীগের সভাপতি। রায় ঘোষণার সময় জাহাঙ্গীর আলম আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মমতাজ আহমদ বলেন, ২০১৭ সালের ১৩ আগস্ট তিনটি আগ্নেয়াস্ত্র ও নগদ ১৭ লাখ টাকাসহ জাহাঙ্গীর আলমসহ চারজনকে গ্রেপ্তার করে র‌্যাব। ওই ঘটনায় র‌্যাব বাদী হয়ে পেকুয়া থানায় চারজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে। ওই মামলায় ১৫ দিন কারাবন্দী থাকার পর জামিনে মুক্তি পান জাহাঙ্গীর আলম।

গত ২৪ মার্চ অনুষ্ঠিত পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনে জাহাঙ্গীর আলম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়ে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করে চেয়ারম্যান নির্বাচিত হন। ইতিমধ্যে তিনি শপথ গ্রহণ সম্পন্ন করে দায়িত্বভার গ্রহণ করেছেন।