Thank you for trying Sticky AMP!!

প্রগতি সরণিতে দ্বিতীয় দিনের অবরোধ

>বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীকে চাপা দেওয়া বাসের ঘাতক চালকের শাস্তি নিশ্চিত করাসহ বিভিন্ন দাবিতে বুধবারও ফিউচার পার্কের সড়ক অবরোধ করেন বিইউপির শিক্ষার্থীরা। সকালে প্রগতি সরণিতে শিক্ষার্থীরা অবস্থান নেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যোগ দেন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন মেয়র আতিকুল ইসলাম এবং ডিএমপির কমিশনার আছাদুজ্জামান মিয়া। পরে মেয়রের সঙ্গে বৈঠক শেষে আন্দোলনকারীদের প্রতিনিধিরা ২৮ মার্চ পর্যন্ত নিরাপদ সড়ক আন্দোলনের সব কর্মসূচি স্থগিত ঘোষণা করেন।
বুধবার সকালে শিক্ষার্থীরা যমুনা ফিউচার পার্কের সামনের সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন।
বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন।
শিক্ষার্থীদের হাতে বিভিন্ন বার্তাসংবলিত কাগজ।
আবরারের অকালমৃত্যুতে তাঁর এক সহপাঠী কান্নায় ভেঙে পড়েন।
স্লোগানে মুখরিত গোটা এলাকা।
বিক্ষুব্ধ শিক্ষার্থীদের হাতে প্ল্যাকার্ড।
বাংলাদেশের জাতীয় পতাকা হাতে এক আন্দোলনকারী।
‘আর কত?’— এমন প্রশ্ন অনেকেরই।