Thank you for trying Sticky AMP!!

প্রতিবাদে পাকিস্তানে বিক্ষোভ, শোক প্রকাশ স্বরাষ্ট্রমন্ত্রীর

জামায়াতে ইসলামীর নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের প্রতিবাদে গতকাল শুক্রবার পাকিস্তানের বিভিন্ন শহরে বিক্ষোভ করেছে সে দেশের জামায়াত-ই-ইসলামি (জেআই)। লাহোর ও মুলতানে দলটি গায়েবানা জানাজাও পড়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান গতকাল ইসলামাবাদে এক বিবৃতিতে গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করে বলেছেন, কোনো সন্দেহ নেই, ১৯৭১ সালে পাকিস্তানের প্রতি আনুগত্য ও সংহতি প্রকাশের জন্যই কাদের মোল্লাকে ফাঁসিতে ঝোলানো হয়েছে। গতকাল লাহোরে বিক্ষোভ সমাবেশে জেআইয়ের প্রধান সৈয়দ মনোয়ার হাসান বলেন, পাকিস্তান ও বাংলাদেশের সরকারের ওপর ভারতের প্রভাব রয়েছে। ওকারা ও পেশোয়ারেও বিক্ষোভ হয়েছে। পেশোয়ারে জি টি সড়ক অবরোধকালে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে স্লোগান দেন জেআইয়ের নেতা-কর্মীরা। ইসলামিয়া কলেজ মসজিদে গায়েবানা জানাজা পড়েন ইসলামি জমিয়ত তালবার কর্মীরা। সুক্কুর প্রেসক্লাবের বাইরে বিক্ষোভে জেআইয়ের কর্মীরা বলেন, পাকিস্তানকে সমর্থন করায় কাদের মোল্লাকে ফাঁসিতে ঝোলানো হয়েছে।

মুজাফফরাবাদ ও হায়দরাবাদেও বিক্ষোভ করেন জামায়াতের কর্মীরা। দুনিয়া নিউজ, দ্য নিউজ ডটকম।