Thank you for trying Sticky AMP!!

প্রথম রিপোর্ট নেগেটিভ তবু উপসর্গ নিয়ে মৃত্যু

করোনার উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগী মারা গেছেন। তিনি নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) আজ শনিবার বেলা একটার দিকে মারা যান।

ওই ব্যক্তির (৫০) বাড়ি নাটোরে। তিনি ঢাকায় ছেলের বাসায় ছিলেন। সেখানেই কয়েক দিন আগে অসুস্থ হয়ে পড়েন। তারপর তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস জানান, ঢাকায় তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসায় তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। এরপর তিনি নাটোরে চলে আসেন। কিন্তু এখানে আসার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর তাঁকে শুক্রবার বিকেলে এ হাসপাতালে আনা হয়। তাঁর শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন থাকায় আইসিইউতে রাখা হয়। করোনার সব ধরনের উপসর্গ থাকায় আজ সকালে তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে। কিন্তু পরীক্ষার রিপোর্ট আসার আগেই তিনি মারা গেছেন।

সাইফুল ফেরদৌস বলেন, স্বাস্থ্যবিধি মেনে ওই ব্যক্তির দাফন সম্পন্ন করতে বলা হয়েছে।