Thank you for trying Sticky AMP!!

প্রথম রোজায় টুকটাক কেনাকাটা

শুরু হয়েছে পবিত্র রমজান। মঙ্গলবার থেকে রোজা রাখা শুরু করেছেন মুসলমানেরা। রোজা, নামাজ ও ইফতারকে কেন্দ্র করে এ সময় বেড়ে যায় বিভিন্ন অনুষঙ্গের চাহিদা। অনেকে দেশি–বিদেশি নানা ফলের জন্য ভিড় করছেন পুরানা পল্টনের ফলের বাজারে। অনেকে পছন্দের টুপি, জায়নামাজ, তসবিহ ও আতর কিনতে আসছেন বায়তুল মোকাররম মার্কেটে। অনেক মুসল্লি কিনছেন মেসওয়াকও। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হয়েছে ইসলামি বইমেলা।
বায়তুল মোকাররম মার্কেটে জায়নামাজ পছন্দ করছেন ক্রেতারা।
পুরানা পল্টন এলাকায় সাজিয়ে রাখা হয়েছে দেশি–বিদেশি খেজুর।
রমজান মাসে মেসওয়াকের চাহিদাও বেড়ে যায়।
বায়তুল মোকাররম মার্কেটের একটি দোকান থেকে টুপি পছন্দ করছেন এক তরুণ।
বায়তুল মোকাররম মার্কেটের একটি দোকানে সাজানো তসবিহ।
ইফতারের অন্যতম অনুষঙ্গ ফল। পুরানা পল্টন এলাকায় ফল কিনতে ক্রেতাদের ভিড়।