Thank you for trying Sticky AMP!!

প্রাথমিক বিদ্যালয়ের পাশে শিক্ষাপ্রতিষ্ঠান করা যাবে না

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে নতুন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা যাবে না। এ বিষয়ে ব্যবস্থা নিতে জেলা ও উপজেলা পর্যায়ের প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

গতকাল সোমবার মাঠ পর্যায়ের কর্মকর্তাদের এই নির্দেশনা দেয় অধিদপ্তর। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশের আলোকে এই ব্যবস্থা নিতে বলা হয়েছে। গত ২৪ জুলাই অনুষ্ঠিত সংসদীয় কমিটির সভায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর পাশে যাতে নতুন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠতে না পারে সে জন্য থানা বা উপজেলা এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নজরদারি বাড়ানোর সুপারিশ করা হয়।

বর্তমানে দেশে প্রায় ৬৬ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। এগুলোতে মোট শিক্ষার্থী প্রায় এক কোটি ৪০ লাখ।