Thank you for trying Sticky AMP!!

ফটোসাংবাদিক লুৎফর রহমান মারা গেছেন

লুৎফর রহমান

প্রবীণ ফটোসাংবাদিক মো. লুৎফর রহমান মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার দুপুর ১২টায় রাজধানীর খিলগাঁওয়ে বাসায় তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

জাতীয় প্রেসক্লাব থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

লুৎফর রহমান সর্বশেষ দৈনিক ইনকিলাবে সিনিয়র ফটোসাংবাদিক হিসেবে অবসর নেন। এ ছাড়া তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ব্যক্তিগত ফটোসাংবাদিক হিসেবে কাজ করেন।

তাঁর উল্লেখযোগ্য প্রকাশনা হচ্ছে (ফটো অ্যালবাম ও ছবির বই) ‘ঢাকা-৭১’,স্ট্রাগল ফর ডেমোক্রেসি, ‘আমাদের প্রধানমন্ত্রী’, ‘এ চলার শেষ নেই’। তিনি জাতীয় প্রেসক্লাবের জ্যেষ্ঠ সদস্য ছিলেন।

জাতীয় প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান এক বিবৃতিতে তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।