Thank you for trying Sticky AMP!!

ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিশান রিমান্ডে

ছাত্রলীগের বহিষ্কৃত নেতা নিশান মাহমুদ

রাজধানীর কাফরুল থানায় করা অর্থপাচার মামলায় ফরিদপুর জেলা ছাত্রলীগের সাময়িক বহিষ্কার হওয়া সভাপতি নিশান মাহমুদকে তিন দিনে রিমান্ডে নেওয়া হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ শনিবার এই আদেশ দেন।

ঢাকা মহানগর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের উপপরিদর্শক (এসআই) রনপ কুমার প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন।
আসামি নিশান মাহমুদকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে সিআইডি। আসামি ও রাষ্ট্রপক্ষের শুনানি নিয়ে আদালত তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।


রাজধানীর উত্তরা থেকে সিআইডির একটি দল গতকাল নিশানকে গ্রেপ্তার করে। অর্থপাচার মামলায় পলাতক আসামি ছিলেন নিশান।

দুই হাজার কোটি টাকা পাচারের অভিযোগে ফরিদপুর শহর আওয়ামী লীগের অব্যাহতিপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তাঁর ভাই ফরিদপুর প্রেসক্লাবের অব্যাহতিপ্রাপ্ত সভাপতি ইমতিয়াজ হাসান রুবেলের বিরুদ্ধে গত ২৬ জুন ঢাকার কাফরুল থানায় অর্থপাচারের অভিযোগ মামলা করে। এই মামলার আসামি নিশান।