Thank you for trying Sticky AMP!!

ফুলবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালনের অংশ হিসেবে দিনাজপুরের ফুলবাড়ীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা পরিষদ চত্বর, ফুলবাড়ী, দিনাজপুর, ১৩ অক্টোবর। ছবি: প্লাবন শুভ

‘নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল রোববার আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ফুলবাড়ী উপজেলা পরিষদের উদ্যোগে ও বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী এপি, গ্রাম বিকাশ কেন্দ্র (জিবিকে) আলো প্রকল্প ও হেক্স ইপার সুইজারল্যান্ড এ আয়োজনে যৌথভাবে সহযোগিতা করে।

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. কানিজ আফরোজের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ক কর্মকর্তা মো. শফিউল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. নীরু সামসুন্নাহার, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মানিক রতন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুক্তি চন্দ্র বিশ্বাস, ফুলবাড়ী ফায়ার সার্ভিসের সাদেকুল ইসলাম, গ্রাম বিকাশ কেন্দ্র আলো প্রকল্পের ব্যবস্থাপক শাহ মো. সাদিয়ার রহমান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী এপির জুনিয়র প্রোগ্রাম অফিসার মোতলেবুর রহমান, জুনিয়র প্রোগ্রাম অফিসার রোজালেনিন মিতু, ফুলবাড়ী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত প্রমুখ।

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালনের অংশ হিসেবে দিনাজপুরের ফুলবাড়ীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা পরিষদ চত্বর, ফুলবাড়ী, দিনাজপুর, ১৩ অক্টোবর। ছবি: প্লাবন শুভ

পরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শেষে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের উদ্যোগে দুর্যোগ মোকাবিলা ও দুর্যোগ প্রস্তুতিবিষয়ক বিভিন্ন কার্যক্রম প্রদর্শন করা হয়।