Thank you for trying Sticky AMP!!

ফেনীতে আরও ৪ জনের করোনা

ফেনীতে আরও ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগী শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৯৩। সিভিল সার্জন মো. সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

করোনায় জেলায় তিনজন মারা গেছেন। সুস্থ হয়েছেন ৬২ জন। ৭ জনকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে। বর্তমানে ৭ জন ফেনী জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি এবং ১১৪ জন স্বাস্থ্য বিভাগের অধীনে হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

কোভিড–১৯ রোগে আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৭২ জন, দাগনভূঞায় ৫৮, ছাগলনাইয়ায় ২৩, সোনাগাজীতে ২১ এবং পরশুরাম ও ফুলগাজীতে ৭ জন করে রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত দুই মাসে জেলায় ২ হাজার ৬৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজে পাঠানো হয়। গত সোমবার পর্যন্ত ১ হাজার ৬৪৬ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে।