Thank you for trying Sticky AMP!!

ফেনীতে বালু উত্তোলনের দায়ে দুজনের জরিমানা

আইন ও বিচার

ফেনী সদর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি বালু উত্তোলনের ড্রেজার ও এক হাজার ৫০০ ফুট পাইপ ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকার দায়ে সাইফুল ইসলাম ও এমরান হোসেন নামের দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা করেন আদালত।

ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. নুরের জামান চৌধুরী গতকাল সোমবার বিকেলে এ আদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গত বেশ কিছুদিন থেকে কয়েকজন স্থানীয় প্রভাবশালী ব্যক্তি উপজেলার কালিদাস পাহালিয়া নদীর লেমুয়া মীরগঞ্জ এলাকায় অবৈধভাবে ড্রেজার যন্ত্র বসিয়ে পাইপের মাধ্যমে বালু উত্তোলন করে আসছিলেন। এতে আশপাশের জমি ও বাড়িঘরে ভাঙনের আশঙ্কা দেখা দেয়। স্থানীয় ইউনিয়ন ভূমি কর্মকর্তা তাদের নিষেধ করলেও তাঁরা তা শোনেননি।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. নুরের জামান চৌধুরী দুজনের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায়ের খবরের সত্যতা নিশ্চিত করেছেন।