Thank you for trying Sticky AMP!!

সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী জালালাবাদ এক্সপ্রেসের বগি উদ্ধারের পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন সিলেটের স্টেশন ম্যানেজার মো. আতাউর রহমান।

আতাউর রহমান বলেন, বুধবার দুপুর পৌনে ১২টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জালালাবাদ এক্সপ্রেসের একটি বগি সিলেটের ফেঞ্চুগঞ্জের মল্লিকপুরে লাইনচ্যুত হয়। তবে এতে হতাহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি। খবর পেয়ে উদ্ধারকারী দল সেখানে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। উদ্ধার করা বগিটি বেলা সাড়ে তিনটার দিকে সিলেট স্টেশনে আনার পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।